হোম > ছাপা সংস্করণ

সাঘাটায় আলু নিয়ে কৃষকের দুশ্চিন্তা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় বৃষ্টির পানি জমে নষ্ট হয়েছে আলুখেত। এ অবস্থায় দুশ্চিন্তা আর হতাশায় পড়েছেন আলুচাষিরা। তবে সাঘাটা উপজেলা কৃষি বিভাগের মতে, বৈরী আবহাওয়ায় রবি ফসলের তেমন ক্ষতি হয়নি, ফসল রক্ষায় কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এবার আলু, মরিচসহ বিভিন্ন রবি ফসল চাষ করেছেন কৃষক। কিন্তু তীব্র শীতের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঘন কুয়াশা নষ্ট হয়েছে এসব ফসলের খেত। কয়েক দফা কীটনাশক প্রয়োগ করেও মিলছে না প্রতিকার। আলু, মরিচ ও বেগুন পচে নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান তাঁরা। এ ছাড়া গেল মৌসুমে ধানের ন্যায্যমূল্য না পেয়ে এবার আশা নিয়ে শত শত বিঘা জমিতে আলু চাষ করেন কৃষক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘ধানের ন্যায্যমূল্য পাইনি। তাই আলু চাষ করছি। তবে শীতে আলুগাছ মরে গেছে। তাই চিন্তার মধ্যে আছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা সাদিকুজ্জামান জানান, চলতি মৌসুমে ২৬৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। ইতিমধ্যে ২১০ হেক্টর জমির আলু উত্তোলন হয়েছে। কৃষককে পরামর্শ দেওয়া হচ্ছে, জমি থেকে পানি বের করে দেওয়া এবং স্প্রে ছিটানোর জন্য।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ