ভালো অভিনয়শিল্পীর সংকট তো আছেই, বাংলাদেশে ভালো নির্মাতার সংকটও প্রবল। এ সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। এর আগে প্রতিষ্ঠানটি ‘৭ দুগুণে ১৪’ শিরোনামে নতুন নির্মাতাদের দিয়ে ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছিল। এবার ঈদে ‘গল্পকল্পদ্রুম’ শিরোনামে আরও ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হয়েছেআলফা আই। বেঙ্গল মিট নিবেদিত সাইকোলজিক্যাল ঘরানার এসব চলচ্চিত্র পরিচালনা করেছেন একঝাঁক নতুন মুখ। অভিনয় যাঁরা করেছেন, তাঁরাও বেশির ভাগ নতুন শিল্পী। পুরো আয়োজনে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন নির্মাতা অনিমেষ আইচ।
দীপ্ত টিভিতে ঈদের ৭ দিন প্রতিদিন রাত ১১টা ৫৫ মিনিট ও রাত ১২টা ৩০ মিনিটে দুটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচারিত হবে। ঈদের প্রথম দিন দেখা যাবে রাজীব আশরাফের পরিচালনায় ‘মগজে মহাপ্রলয়’। এতে অভিনয় করেছেন তাহিরুজ্জামান বাবু, হুমায়রা স্নিগ্ধা ও আসমা বৃষ্টি। একই দিন থাকবে অনিমেষ আইচের পরিচালনায় ‘নাইট ইজ স্টিল ইয়াং’। বাকার বকুল, রুকাইয়া জাহান চমক ও পরাণ জহির অভিনয় করেছেন এতে। দ্বিতীয় দিন প্রচারিত হবে আলভী আহমেদের পরিচালনায় ‘প্যারাডক্স’। রুনা খান ও মাহিন হাসান অভিনয় করেছেন এতে। ‘আংটি’ শর্টফিল্মটি বানিয়েছেন যারযিস আহমেদ। অভিনয়ে রওনক হাসান ও ফারজানা ছবি।
অনিমেষ আইচ বলেন, ‘আমরা কেবল শিল্পীর সংকটে ভুগছি না, নির্মাতাদেরও সংকট আছে। মেধাবী অনেক তরুণ আছেন, যাঁরা সুযোগের অভাবে কাজ করতে পারছেন না। তাঁদের সুযোগটা করে দিতে চাই। ইন্ডাস্ট্রিতে নতুন ডিরেক্টর, নতুন আর্টিস্ট তৈরি করাই এ প্রজেক্টের উদ্দেশ্য।’