হোম > ছাপা সংস্করণ

বর্জ্যের গন্ধে চলা দায়

শাহীন রহমান, পাবনা

যশোর-বেনাপোল মহাসড়কের ধারে ঝিকরগাছা উপজেলার গদখালীতে দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলা হচ্ছে। ব্যস্ততম এ সড়কের ধারে বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধে এখান দিয়ে পথ চলাচলে ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। কিন্তু এ নিয়ে কারও যেন মাথা ব্যথা নেই।

সরেজমিনে দেখা গেছে, গদখালী বাজারের পশ্চিম পাশে আলম সাহেব মার্কেটের সামনে মহাসড়কের উত্তর ধারে বর্জ্যের স্তূপ। দীর্ঘদিন ধরে বাজারের সমস্ত বর্জ্য ফেলার জন্য ভাগাড় হিসেবে মহাসড়কের ওই ধার ব্যবহার করা হচ্ছে।

গদখালী বাজারের চা দোকানি নজরুল ইসলাম বলেন, ‘গত তিন বছর ধরে এখানে বর্জ্য ফেলা হচ্ছে। আগে শুধু ঝাড়ু দেওয়া ময়লা, পলিথিন ও অপ্রয়োজনীয় কাগজ ফেলা হতো। কয়েক মাস ধরে পোলট্রি মুরগির দোকানের উচ্ছিষ্ট ও মাছ বিক্রেতাদের বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধ প্রকট হয়েছে।’

নজরুল ইসলাম আরও বলেন, ‘মাঝে মধ্যে বাতাসে দুর্গন্ধের কারণে দোকানে বসা কষ্ট হয়ে ওঠে।’

বাজারের আলম সাহেব মার্কেটের আয়মান চুলা ঘরের মালিক আলাউদ্দিন বলেন, ‘এখানে বর্জ্য ফেলতে নিষেধ করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। কিছুদিন পরে দক্ষিণা বাতাস বইলে শুধু এ মার্কেটে না এলাকাতেই দুর্গন্ধে থাকা যাবে না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ