হোম > ছাপা সংস্করণ

রনির হত্যাকারীদের গ্রেপ্তার করার দাবি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে সাগর হাসান রনি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার সকালে সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী ভাটিপাড়া রাস্তার দুপাশে স্থানীয় বাসিন্দারা ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বাবা সিরাজ আলী, মা নূরজাহান বেগম, স্ত্রী সাহিদা বেগম, ভাই জাকির আহম্মেদ, রাতুল হাসান হাসেম, স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান সোহেলসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, নিজের জমি রক্ষা করতে গিয়ে জীবন দিতে হয়েছে রনিকে। হত্যার ২০ দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার করছে না পুলিশ। দ্রুত আসামিদের গ্রেপ্তার না করা হলে রাস্তা অবরোধসহ কঠোর আন্দোলন করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধে সুতিয়াখালী ভাটিপাড়ার সিরাজ আলীর ছেলে সাগর হাসান রনিসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করেন প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৭ নভেম্বর মমেক হাসপাতালে মারা যান রনি। এ ঘটনায় নিহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ঘটনার পর অপরাধীরা গা ডাকা দিয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ