হোম > ছাপা সংস্করণ

পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু

আমতলী (বরগুনা), কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। এদিকে পিরোজপুরের কাউখালীতে খালে পড়ে মারা গেছে আরেক শিশু। গত সোমবার আমতলীতে মারা যাওয়া দুই শিশু হলো জিসান (৩) ও সারামনি (২)। কাউখালীতে মৃত শিশুর নাম ইকরা আহম্মেদ (৩)।

জানা গেছে, উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের জসিম হাওলাদারের ছেলে জিসান সোমবার বিকেলে পুকুরঘাটে যায়। ওই সময় পা ফসকে পুকুরে পড়ে যায় জিসান। জিসানকে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

অপরদিকে ঘোপখালী গ্রামের তোফাজ্জেল তালুকদারের মেয়ে তামান্না তার মেয়ে সারামনিকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। সোমবার দুপুরে সারামনি নানাবাড়ির পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। তাৎক্ষণিক পরিবারের লোকজন শিশু দুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক মোর্শেদ আলম শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু জিসানের চাচা গাজি সেরাজ মিয়া বলেন, ঘাট থেকে পা ফসকে জিসান পুকুরে পড়ে মারা গেছে।

সারামনির নানা মো. তোফাজ্জেল তালুকদার বলেন, পুকুরে ডুবে আমার নাতি মারা গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মোর্শেদ আলম বলেন, শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

এদিকে গতকাল মঙ্গলবার পিরোজপুরের কাউখালীতে নানাবাড়ি বেড়াতে এসে ইকরা আহম্মেদ নামে তিন বছরের এক শিশু খালে পড়ে মারা গেছে। শিশু ইকরা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কেওতা গ্রামের গোফরান আলীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে খালে পড়ে যায় শিশু ইকরা। পরে তাকে খাল থেকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ