মধুপুরে প্রাণিসম্পদ উন্নয়নের জন্য বিনা মূল্যে গরু-ছাগল ও পশুপাখির চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে মধুপুরের ফুলবাগচালা ইউনিয়নে গতকাল বুধবার দিনব্যাপী এই কর্মসূচি করা হয়। এই ক্যাম্পের উদ্বোধন করেন ফুলবাগচালা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বেনু।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুন অর রশিদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুন অর রশিদ বলেন, এই ক্যাম্পে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চার সদস্যের একটি মেডিকেল টিম পাহাড়ি অঞ্চলের খামারিদের শতাধিক গরু, ছাগল ও পশুপাখির চিকিৎসা করেছে।