হোমনায় যুব ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় যুব দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়। এ সময় ১৭ জনকে ৬ লাখ ৩০ হাজার টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, ডা. মিয়া মো. ফারুক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী, যুব উদ্যোক্তা আলমগীর হোসেন, জিনাত আফরোজ প্রমুখ।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহিদুল হক দেওয়ান অনুষ্ঠানে সঞ্চালনা করেন।