হোম > ছাপা সংস্করণ

দলের কর্মীরা প্রচারে নেতারা ব্যস্ত মন জয়ে মহানগর যুবলীগের সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যেদিকে চোখ যায়, শুধু ব্যানার আর পোস্টার। তার ওপর নগরীর বিভিন্ন জায়গায় কদিন ধরে চলে মোটরসাইকেল-ট্রাক শোভাযাত্রায় নেতাদের বন্দনা। ফেসবুকেও চলে নেতাদের ইতিবাচক কর্মকাণ্ড নিয়ে প্রচার। সব মিলিয়ে মহানগর যুবলীগের আজকের (সোমবার) সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এদিকে কর্মীরা যখন মাঠে-ঘাটে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটান, পদপ্রত্যাশী নেতাদের তখন সময় কাটে কেন্দ্রীয় নেতাদের মন জয়ের মধ্য দিয়ে।

আজ নগরীর দি কিং অব চিটাগংয়ে মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তবে এর আগে দক্ষিণ ও উত্তর জেলার সম্মেলন হচ্ছে। এ উপলক্ষে যুবলীগের দুই শীর্ষস্থানীয় নেতা চেয়ারম্যান শেখ ফজলে শামস ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান গত শনিবার চট্টগ্রামে এলেও সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাইম এবং সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ চলে আসেন আরও আগেই। গত ২২ মে বিকেলে তাঁরা চট্টগ্রামের রেডিসন ব্লুতে এসে ওঠেন। থাকছেন এই হোটেলেই। এরপর থেকে তাঁদের মন জয়ের চেষ্টা করে যাচ্ছেন পদপ্রত্যাশী নেতা-কর্মীরা।

তবে সম্মেলনেই পদপ্রত্যাশীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না—এমন আভাসই মিলেছে। ঝামেলা এড়াতে ঢাকা থেকেই ঘোষণা হতে পারে কমিটি। তবে এতেও পদপ্রত্যাশীদের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে না।

প্রধান দুই পদে বেশ কিছু নেতা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে নগর যুবলীগের বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন ও দিদারুল আলম, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন, ওমরগণি এমইএস কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চু, সাবেক ছাত্রনেতা দেবাশীষ পাল দেবু, শেখ নাসির উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন ও হাসান মুরাদ বিপ্লব, সুরঞ্জিত বড়ুয়া লাভু, দিদারুল আলম, সুমন দেবনাথসহ আরও কয়েকজন প্রার্থী রয়েছেন।

নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, ইয়াছির আরাফাত, নগর ছাত্রলীগের বর্তমান সভাপতি ইমরান আহমেদ ইমু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনসহ অনেকেই প্রার্থী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দেওয়া ফজলে রাব্বী সুজন বলেন, ‘২০০২ সালে আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হই। চট্টগ্রামে যুবলীগকে আমি সেই জায়গায় নিয়ে যেতে চাই, যেখান থেকে আমরা ক্ষুধা, দারিদ্র্যমুক্ত দেশ গড়ার কাজে অংশ নিতে পারব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ