কলাপাড়ায় চাঞ্চল্যকর কৃষক কাদের হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল সোমবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ জারি করেন।
একই আদেশে আদালত সিআইডির প্রতিবেদনে অভিযুক্ত রাজু তালুকদার, জুলিয়াত তালুকদার, সামু তালুকদার, মিলন তালুকদার, আজিজুল হক বুদাই, আলানূর, শাওন চৌধুরী ও সাইদুর রহমানকে কারাগারে পাঠানো। এ ছাড়া মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য জেলা ও দায়রা জজ আদালতকে আদেশ দেন। মামলার অপর চার অভিযুক্ত অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, মামুন তালুকদার, রিয়াজ তালুকদার ও নাইম কসাইয়ের জামিন বহাল রেখেছেন আদালত। উপপরিদর্শক মো. শহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২ জুলাই সন্ধ্যায় পূর্বশত্রুতার জের ধরে চাকামইয়া ইউনিয়নের কৃষক কাদেরকে (৬৫) উপর্যুপরি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।