মানিকগঞ্জের সাটুরিয়ায় জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বসত ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ভুক্তভোগীরা হলেন ওই গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. হারুন মিয়া ও মো. দেলোয়ার হোসেন। আর অভিযুক্ত হলেন একই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সোহাগ মিয়া।
সাটুরিয়া থানার এসআই বিনয় সরকার বলেন, জরুরি নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাটি মীমাংসার জন্য উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।