হোম > ছাপা সংস্করণ

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

ঈশ্বরগঞ্জে বাদল সূত্রধর (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের উত্তরবনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ। বাদল প্রেমানন্দ সূত্রধরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাদল কাঠমিস্ত্রির কাজ করতেন। রোববার বিকেলে কাজ থেকে ফিরে তাঁর নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। তখন তাঁর স্ত্রীসহ অন্য নারীরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় বাদলের কক্ষ থেকে জোরে আওয়াজ আসলে তাঁর স্ত্রী ইতি রাণী সূত্রধর দৌড়ে ঘরে যান। সেখানে গিয়ে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় তাঁর স্বামীর নিথর দেহ ঝুলছে।

তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে মরদেহ নামিয়ে স্থানীয় ফার্মেসিতে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাদলের বাবা প্রেমানন্দ সূত্রধর বলেন, বছরখানেক আগে তাঁর একটি ছেলে সন্তান হয়ে মারা যায়। বৈবাহিক জীবনে টুকটাক ঝগড়াঝাঁটি সবারই হয়। তবে আত্মহত্যার মতো কোনো ঘটনা চোখে পড়েনি।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ