কলাপাড়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা পালিত হয়েছে। জগতের সকল অশুভ শক্তিতে পরাজিত আর শুভ শক্তির বিজয়ে উদ্যাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা।
গত বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার অধিকাংশ কালী মন্দিরে মন্ত্রোচ্চারণ ও কালী দেবীকে চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হয় এ পূজা। এ সময় ঢাক, ঢোল, কাঁসর ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কালী মন্দির প্রাঙ্গণ। অধিকাংশ কালী মন্দিরে নেচে গেয়ে পূজা উদ্যাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। পরে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা। এর আগে সন্ধ্যায় স্বর্গীয় পিতা–মাতা ও আত্মীয়স্বজনকে স্মরণ করে বাড়িতে ও মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ও ফানুস উড়িয়ে করেন তাঁরা।
শহরের চিংগড়িয়া কালীমন্দির এলাকার পূজারি সৌমিত্র হালদার বলেন, ‘প্রতিবছর নানা আয়োজনে দিনটি পালন করা হয়। এ বিশেষ দিনে আমরা সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে সন্ধ্যা পূজার সঙ্গে মোমবাতি জ্বালিয়ে স্বর্গীয় পিতামাতা ও আত্মীয়স্বজনদের স্মরণ করে থাকি।’