ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ভলাকূট ইউনিয়নে ৭ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা দায়ের করলে গত বুধবার অভিযুক্ত হাকিম মিয়া (৩০) কে গ্রেপ্তার করে পুলিশ। লিখিত এজাহার ও যৌন নির্যাতনের শিকার ওই শিশুর সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার বিকেলে ভলাকুট নদীর তীরে স্থানীয় মেলায় ঘুরতে যায় ওই শিশু।
এ সময় হাকিম মিয়া ওই শিশুকে খেলনা কিনে দেওয়ার কথা বলে নৌকাযোগে নদীর অপর পাড়ে নিয়ে যান। সেখানে ওই শিশুকে যৌন নিপীড়ন করে আবার মেলাতে ফেলে যায় হাকিম। পরে ওই শিশুটির চিৎকারে আশপাশের লোকজন শিশুটিকে বাড়িতে নিয়ে আসে।
পরে ওই শিশুটি অসুস্থ হয়ে গেলে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই শিশু জেলা সদর হাসপাতালে চিকিৎসারত আছে।
ওই শিশুর মা জানান, তাঁর ছেলে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। অভিযুক্তরা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। এমন ঘটনার সুষ্ঠু বিচার দাবি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হবে।