চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল পৌরসভা ও উপজেলার বিভিন্ন নেতা কর্মীদের কবর জিয়ারত ও বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গতকাল শুক্রবার তিনি এ জিয়ারতে যান।
এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের বিকল্প নাই। আগামী দিনে রাজ পথে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
এ সময় তিনি চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।