অনেক দিন পর শুটিং হাউসে পাওয়া গেল আনিকা কবির শখকে। বউ সেজে বসে আছেন। লাল বেনারসি, গয়না আর ভারী মেকআপ। শখের চোখমুখে খুশির ঝিলিক। কারণ সকালে সেটে এসে সবার কাছ থেকে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, তাতে তাঁর মন ভরে গেছে। শখ বললেন, ‘বিয়ে, বাচ্চা হওয়া—সবকিছু মিলিয়ে তিন বছর পর আমি ক্যামেরার সামনে আসলাম। এত সুন্দরভাবে ওয়ার্ম ওয়েলকাম পাব, এটা আশা করিনি। এত দিন পর অভিনয়ে ফিরে মনে হচ্ছে সবাই আগের চেয়ে আরও আন্তরিক হয়ে গেছেন। আরও বেশি আপন হয়ে গেছেন।’
যে নাটক দিয়ে তিন বছর পর অভিনয়ে ফিরলেন শখ, সেটির নাম ‘ফাটাফাটি প্রেম’। পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এ নাটকে শখের নায়ক জাহের আলভী। বুধ ও বৃহস্পতিবার উত্তরায় ‘ফাটাফাটি প্রেম’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন তাঁরা।
সব ঠিক থাকলে এ রোজার ঈদে পর্দায় দেখা দেবেন নতুন শখ। তবে এই ‘নতুন’ শব্দে আপত্তি আছে শখের। তিনি সংশোধন করে দিলেন, ‘শখ পুরোনোই থাকবে। কাজগুলো নতুন হবে।’
শখ বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, কারও জায়গা কেউ নিতে পারে না। আমি এত দিন কাজ করিনি। অনেক নতুন মুখ এসেছেন। কিন্তু আমার জায়গায় আমিই আছি। শখ তো একটাই! তাঁর জায়গা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই।’