ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
ব্রাহ্মণপাড়ায় ৪০ কেজি গাঁজাসহ মো. দোলোয়ার হোসেন (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার উপজেলার সীমান্তবর্তী শশীদল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক মো. দোলোয়ার হোসেন উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ী (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা।
গত রোববার রাতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ওসি বলেন, দোলোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।