মহাসাগরগুলোর উষ্ণতা গত বছর রেকর্ড পরিমাণ বেড়েছে। এ নিয়ে মহাসাগরগুলোর উষ্ণতা টানা তিন বছর বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে ‘অ্যাডভান্সেস ইন অ্যাটমসফেরিক সায়েন্সেস’ নামক জার্নালের গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে।
গবেষণায় দেখা গেছে, ১৯৫০ সালের পর মহাসাগরগুলো গত ৫ বছর সবচেয়ে বেশি উষ্ণ ছিল। তার মধ্যে শেষের তিন বছর উষ্ণতা ক্রমশ বেড়েছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ার কারণেই মূলত এমনটি হচ্ছে।
চীনভিত্তিক গবেষণা জার্নালটির গবেষক লিজিং চেং বলেন, ‘আমরা যে বৈশ্বিক উষ্ণতার কথা বলছি, তা মূলত মহাসাগরের উষ্ণতা বৃদ্ধি। কারণ বাতাসের উষ্ণতা বৃদ্ধি দিয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি যতটা বোঝা যায়, তার চেয়ে তা ভালো বোঝা যায় মহাসাগরের উষ্ণতা দিয়ে।’
মহাসাগরের উষ্ণতা বৃদ্ধির পরিমাণ ভয়াবহ বলে সিএনএনকে জানিয়েছেন মার্কিন গবেষক কেভিন ট্রেনবার্থ। মহাসাগরের উষ্ণতা বৃদ্ধির পরিমাণ সূক্ষ্ম হলেও এর পরিমাণ সুদূরপ্রসারী। পৃথিবীর প্রায় ৯০ শতাংশ তাপ শোষণ করে নেয় মহাসাগরগুলো। আর সেগুলোই যদি মাত্রাতিরিক্ত উষ্ণ হয়ে ওঠে, তাহলে ঝড়, টর্নেডোর মতো দুর্যোগ বাড়বে।
অন্যদিকে জীব বৈচিত্র্যের একটা বিশাল অংশের আধার মহাসাগরগুলো। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ প্রোটিনের জোগানও আসে সেখান থেকে। এ অবস্থায় জলবায়ু পরিবর্তনের গতি কমাতে আরও বড় ধরনের পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।