হোম > ছাপা সংস্করণ

ভারতে পাচার দুই যুবককে দেশে ফেরত

বেনাপোল প্রতিনিধি

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি যুবককে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে কলকাতার পুলিশ।

গতকাল রোববার বিকেল ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা যুবকেরা হলেন চট্টগ্রামের মিন্টু বাড়ই (২৫) ও ঝন্টু বড়ইর টিটুল বড়ই (৩০)।

ফেরত আসা যুবক মিন্টু বড়ই জানান, ভালো কাজ দেওয়ার নাম করে এক দালাল তাঁদের সীমান্ত পথে ভারতে নেয়। পরে কাজ না দিয়ে তাঁদের ভারতে রেখে পালিয়ে আসেন দালালেরা।

এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে জেলে পাঠান। তিন বছর কারাভোগ শেষে দুই দেশের সরকারের দেওয়া বিশেষ ভ্রমণ ভিসায় তাঁরা দেশে ফিরে আসেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনি সহায়তা দিতে ওই দুই যুবককে বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করা হচ্ছে নারী, পুরুষ ও শিশুদের। মানবপাচারে জড়িতরা ভালো আয়ের প্রলোভন দেখিয়ে তাঁদের পাচার করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ