কাউনিয়া প্রতিনিধি
কাউনিয়ার হারাগাছ থানা-পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ নয়া মিয়া (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তিনি রংপুর মহানগরের পূর্ব শালবন এলাকার বাসিন্দা।
নয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার রংপুর আদালতে পাঠানো হয়। তাঁকে বুধবার রাতে হারাগাছের সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে আটক করা হয়। হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার এ তথ্য জানিয়েছেন।