হোম > ছাপা সংস্করণ

আগামী বছরের মার্চে শেষ হবে নির্মাণকাজ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আগামী বছরের মার্চেই আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলওয়ে লিংকের কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেলপথ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইরকন ইন্টারন্যাশনালের জিএম রমন শিংলা। গতকাল শনিবার দুপুরে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় রমন শিংলা বলেন, চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি ও অর্থ পরিশোধের জটিলতা থাকায় বাংলাদেশ অংশে রেলপথ প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে ভারতীয় অংশে খুব দ্রুতগতিতে কাজ এগিয়ে যাচ্ছে।

রমন শিংলা জানান, আখাউড়া অংশে রেললাইন স্থাপনের জন্য ২ হাজার স্লিপার প্রস্তুত করা হয়েছে। চলতি মাসের ২৫ নভেম্বরের মধ্যে স্লিপারগুলো কাজের সাইডে পৌঁছাবে। আগামী বছর মার্চ পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে এবং মার্চের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে তারা আশা প্রকাশ করছেন।

এ সময় ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে আরও ছিলেন ইনফ্রা উপদেষ্টা পঙ্কজ কুমার সিং, ত্রিভুবন মিশ্র, উপ সচিব গিনচ মাত্তম, রেলওয়ের প্রকল্প উপদেষ্টা আনিতা বারি প্রমুখ।

এর আগে বেলা ১১টার দিকে প্রতিনিধি দলটি ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাদের সীমান্তের শূন্যরেখায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, প্রায় ২৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ১০ কিলোমিটার রেলপথের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার পড়েছে বাংলাদেশ অংশে। বাকি ৪ কিলোমিটার ভারতে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ