তালায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও দায়িত্বশীল নাগরিক হিসেবে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে তালা থানা-পুলিশের আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলার জেঠুয়া বাজারে এটি অনুষ্ঠিত হয় ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হুমায়ূন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।
এ সময় ৬ নম্বর বিট পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক আবু কাউছার, উপপরিদর্শক প্রীতিশ রায়, উপপরিদর্শক চন্দন কুমার, এএসআই আসাদ, এএসআই আশাবুর রহমানসহ পুরোহিত, ইমাম, বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।