হোম > ছাপা সংস্করণ

নিজ ঘরে কিশোরের রক্তাক্ত লাশ

নান্দাইল প্রতিনিধি

নান্দাইলে নিজ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মাহফুজুর রহমান সাজিদ (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহফুজুর রহমান সাজিদ একই গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। সে একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করত। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজিদ মিয়ার বাবা শাহাব উদ্দিন মারা যাওয়ার পর থেকে মা ইয়াসমিন আক্তার ও বড় ভাই রবিউল আউয়াল শুভ এক সঙ্গে বসবাস করত। কয়েক দিন দিন আগে মা ও ভাই পার্শ্ববর্তী বাকচান্দা গ্রামে বেড়াতে যান। বাড়িতে সাজিদ একা থাকায় গত শনিবার রাতে তাঁর নিজ ঘরে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।

সকালে স্থানীয় বাসিন্দারা ঘরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত সাজিদের মা ইয়াসমিন আক্তার বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। খবর শুনে বাড়িতে এসেছি। এসে ছেলের লাশ দেখতে হয়েছে।’

জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল বলেন, ‘ছেলেটি তাঁর মা ও ভাইয়ের সঙ্গে থাকত। শুনেছি তার মা ও ভাই বাড়িতে ছিল না। সেই সময়ে রাতের আঁধারে কে বা কারা তাকে মেরে ঘরে ফেলে রেখে গেছে।’

ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এর রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ