চট্টগ্রামের আনোয়ারায় পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ। গতকাল সোমবার বিকেল ৪টায় উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় ওই সমাবেশ আয়োজন করা হয়।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এর আয়োজন করে উপজেলা বিএনপি। দক্ষিণ জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবুর সভাপতিত্বে সমাবেশ শুরুর চেষ্টা করলে পুলিশ ব্যানার কেড়ে নেন।
সমাবেশে বাঁধা দেওয়া প্রসঙ্গে কর্ণফুলী থানার সহকারী পুলিশ পরিদর্শক চন্দন ধর জানান, পুলিশ সমাবেশে কোনো বাঁধা দেয়নি। আধা ঘণ্টা পরে সমাবেশ ও মিছিল করার অনুরোধ করলে বিএনপি নেতারা শোনেনি।
আবুল কালাম আবু সাংবাদিকদের জানান, ‘সমাবেশ শুরুর সঙ্গে সঙ্গে কোনো কারণ ছাড়াই পুলিশ কোন্ অজুহাতে আমাদের ব্যানার কেড়ে নিয়ে সমাবেশ পণ্ড করে দেয়? আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির চৌধুরী আনছার, ভিপি মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।