কালার্স বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘টুম্পা অটোওয়ালি’। সিরিয়ালের অটোচালকের ভূমিকায় পাওয়া যাবে ‘মোমপালক’খ্যাত অভিনেত্রী ডোনা ভৌমিককে। নারীর ক্ষমতায়নই সিরিয়ালের মূল বিষয়।
টুম্পা তার বাড়ির একমাত্র উপার্জনকারী। পরিবারের সব সদস্যের চাহিদা পূরণের দায়ভার তার কাঁধে। তাই সংসার চালানোর পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে টুম্পা নিয়েছে অটো চালানোর কাজ। অনেকেই ভ্রু কুচকায়, কেউ কেউ অবাক হয় আবার কেউ কেউ বিরক্ত। ওসব গায়ে মাখে না টুম্পা। সে অটো চালায় আবার কলেজেও যায়। এমনই এক ছকভাঙা চরিত্রে অভিনয় করছেন ডোনা। খুব শিগগিরই কালার্স টেলিভিশনের পর্দায় আসছে ধারাবাহিকটি। কেন্দ্রীয় চরিত্রে নারীদের নিয়ে এমন ধারাবাহিক এখন জনপ্রিয় হচ্ছে। তাই নির্মাতাদের প্রত্যাশা, এই সিরিয়ালের বেলায়ও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।
নারী ক্রিকেটার (উমা), ফুটবলার (জয়ী), মিষ্টি বিক্রেতা (মিঠাই)-এর লড়াই তো চলছে টেলিভিশনে। এবার দেখার বিষয় ‘টুম্পা’ দর্শকমনে কতটা জায়গা করে নেয়। এদের টেক্কা দিয়ে টুম্পার দর্শকমনে জায়গা করে নেওয়া একটু কঠিন হলেও অসম্ভব নয়।