মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাজশাহীর তানোর উপজেলায় জুবাইর হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের দেবীপুর কালভার্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুবাইর হোসেন তানোর পৌরশহরের জিওল এলাকার কুতুব উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জুবাইর উপজেলার তালন্দ ইউনিয়নের মোহর গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে সদরের তানোরপাড়াতে আসছিলেন। এ সময় ঘনকুয়াশায় দেবীপুর মোড় সংলগ্ন সড়কের সরু কালভার্টে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিস অফিসের উদ্ধারকর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেন। তবে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসকেরা।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। ওসি বলেন, নিহতের পরিবার লাশ শনাক্ত করেছে। লাশ দাফনের জন্য পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।