মধুপুর উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে মাসব্যাপী মাস্ক বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ হাজার মাস্ক বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। মধুপুরবাসী নামে একটি ফেসবুক গ্রুপ এ কার্যক্রম পরিচালনা করেন।
এই গ্রুপের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী হারুণ অর রশীদ মুঠোফোনে জানান, তাঁরা গত ১ অক্টোবর মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে মাস্ক তুলে দিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ১০০ মাস্ক বিতরণের কর্মসূচি শুরু করে। পরে মধুপুর সরকারি ডিগ্রি কলেজ, মধুপুর রাণী ভবানী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এর মধ্যে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, উপজেলা প্রশাসন, হাসপাতাল রয়েছে।