হোম > ছাপা সংস্করণ

অন্যের বাড়িতে রাস্তা দাবির অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ইউনুস শেখের বিরুদ্ধে সরকারি রাস্তা কেটে ফসলি জমি ও বাড়ি করে প্রতিবেশীদের জমির ওপর দিয়ে স্থায়ী রাস্তার দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান ও ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় বাসিন্দা দীপক মণ্ডল জানান, উপজেলার গড়ইখালীর হোগলারচক গ্রামের ইউনুস শেখ দীর্ঘদিনের যাতায়াতের পথ কেটে ফসলি জমি বানিয়েছেন। এখন প্রতিবেশী শহিদুল ঢালীদের বাড়ির ওপর দিয়ে স্থায়ী রাস্তা দাবি করছেন। এতে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

কওছার ঢালীর ছেলে হাবিবুর রহমান বলেন, ইউনুস শেখ সরকারি রাস্তাটি কেটে সেখানে ফসল ফলাচ্ছে। তাঁরা যাতায়াত করত আমাদের বাড়ির ওপর দিয়ে। কিন্তু বাড়ির ওপর দিয়ে স্থায়ী রাস্তার দাবি তোলায় তা বন্ধ করে দিয়েছি। এখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দিচ্ছে।’

এদিকে ইউনুছ শেখ বলেন, ‘আমাদের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় কয়েক বছর ধরে অবরুদ্ধ হয়ে পড়েছি। এ ব্যাপারে বিগত চেয়ারম্যানদের কাছে অভিযোগ করে কোনো ফল পাইনি। বর্তমান চেয়ারম্যানের কাছে অভিযোগ করছি। তিনি আশ্বাস দিয়েছেন রাস্তা করে দেবেন।’

গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু বলেন, ‘সুষ্ঠু পরিবেশ বজায় রেখে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

ইউএনও মমতাজ বেগম ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, ‘পূর্বের রাস্তাটি বহাল রেখে যাতায়াতের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে সার্ভেয়ার পাঠিয়ে জরিপ করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ