বটিয়াঘাটা উপজেলার কৃষি অফিসের পাশে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক রতন কুমার সাহাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রতন কুমার সাহা গত বুধবার সকালে বটিয়াঘাটা থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বসত বাড়ির সীমানা ভোগ দখল করাকে কেন্দ্র করে রতনের বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তা বন্ধ করে দেয় হেতালবুনিয়া এলাকার ঠাকুর দাস বৈরাগী, সুবোধ বৈরাগী, সুব্রত বৈরাগী ও অঞ্জলি মণ্ডল। রতন রাস্তা খুলে দিতে বললে তাঁরা তাঁকে গত বুধবার সকাল ৮টার সময় কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা রতনকে উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সাংবাদিকের ওপর হামলার অভিযোগে ৪ জনকে আসামি করে বটিয়াঘাটা থানার একটি অভিযোগ করেন সাংবাদিক রতন সাহা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’