বিজয়ের মাস ডিসেম্বরে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য ৩০০ কিলোমিটার হাঁটা বীর মুক্তিযোদ্ধা বিমল পালকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা হেঁটে গত শনিবার বিকেল পাঁচটার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের চায়না ব্রিজসংলগ্ন জয় বাংলা চত্বরে পৌঁছালে বীর মুক্তিযোদ্ধা বিমল পালকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন মেয়র।
এ সময় জয় বাংলা চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুজ্জামান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, মযমনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা বিমল পাল অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা ছড়িয়ে দিতে ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ পদযাত্রা শুরু করেন। এ যাত্রায় তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এবং পথে দেখা হওয়া বিভিন্ন মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেন।