জাপানে গত চার দশকের মধ্যে করোনাকালে শিশু আত্মহত্যার হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
করোনা মহামারির কারণে গত বছর স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত ৪১৫ শিশু শিক্ষার্থী আত্মহত্যা করেছে। কয়েকবার স্কুলগুলো খোলার চেষ্টা করা হলেও করোনা সংক্রমণের কারণে জাপানে শ্রেণিকক্ষের শিক্ষা কার্যক্রম বারবারই ব্যাহত হয়।
গতকাল জাপানের সংবাদমাধ্যম আশাহির এক প্রতিবেদনে বলা হয়, করোনাকালে আত্মহত্যা করা শিশুদের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ১০০ জন বেশি।
জাপানে মানুষের আত্মহত্যা প্রবণতার দীর্ঘ ইতিহাস রয়েছে। দেশটির অনেক মানুষ যেকোনো ধরনের লজ্জা বা অসম্মানজনক পরিস্থিতি এড়াতে আত্মহত্যার পথ বেছে নেওয়াকে উত্তম মনে করে।