হোম > ছাপা সংস্করণ

শিক্ষার্থীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীতে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন সবুজবাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম (১৮), কামরাঙ্গীরচরের রহিদুল ইসলাম হৃদয় (২২) ও রাসেল হোসেন (২৫)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘উদ্ধার হওয়া মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এরপর বিস্তারিত জানা যাবে। ’

কামরাঙ্গীরচর থানার এসআই রনি চৌধুরী জানান, গত শনিবার দুপুর দেড়টার দিকে ঝাউচর লবণ ফ্যাক্টরি গলির একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় রাসেলের মরদেহ। স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, গত মাসে রুমি নামের এক নারীকে বিয়ে করেন রাসেল। এর মধ্যেই তাঁদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জের ধরে রাসেল গলায় ফাঁস দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় রাসেলের ভগ্নিপতি রিয়াজ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনায় মামলা করেছেন। রাসেলের ভগ্নিপতি রিয়াজুল ইসলাম জানান, রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন রাসেল।

সবুজবাগ থানার এসআই বিমল চন্দ্র পাইন জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এদিকে কামরাঙ্গীরচর থানার এসআই মনিরুজ্জামান জানান, শনিবার দিবাগত রাত দেড়টায় পশ্চিম ইব্রাহিমনগর বালুর মাঠ এলাকায় আব্বাস শেখের বাড়ি থেকে হৃদয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মৌলভি কায়সারের ছেলে। রাত ১১টার দিকে হৃদয় ফেসবুকে লেখেন, ‘আসসালামুআলাইকুম, বিদায় ফেসবুক ফ্রেন্ড’। এই পোস্ট দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ