দেখতে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংকের মতো। পিচঢালা রাস্তায় মিছিলের মধ্যে ৬-৭ জন মিলে ঠেলে নিয়ে যাচ্ছিলেন। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা ঘুরেফিরে এটির দিকে তাকাচ্ছিলেন। হয়তো সবার নজর কেড়েছিল। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় মিছিলে এমন একটি ট্যাংকের দেখা মেলে।
আগ্রহ নিয়ে ট্যাংকটির কাছে যেতেই ভুল ভাঙে। এটি আসলে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত কোনো ট্যাংক নয়, কাঠ আর বাঁশ দিয়ে কৃত্রিম এই ট্যাংক তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই এটি বানিয়েছেন জাহাঙ্গীর মুন্সী নামের একজন।
জীর্ণশীর্ণ শরীরে লাল-সবুজ পতাকা রঙের একটি টি-শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা আর মাথায় ক্যাপ পরা ষাটোর্ধ্ব এক মানুষ। ভিড় ঠেলে কাছে গিয়ে এমন ট্যাংক বানানোর কারণ জানতে চাইলে হাসিমুখে জাহাঙ্গীর মুন্সী আজকের পত্রিকাকে বলেন, ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই আমি এটি বানিয়েছি। মুক্তিযুদ্ধের স্মৃতির কথা ভেবেই এটি তৈরি করা।’
সরেজমিন দেখা যায়, ট্যাংকটিতে মুক্তিযুদ্ধে ব্যবহৃত সব ধরনের অস্ত্রই রয়েছে। যেমন গোলাবারুদ, বোমা, ক্ষেপণাস্ত্র। এমনকি মুক্তিযোদ্ধাদের খবর শোনার সে সময়ের রেডিও। তবে সবকিছুই কাঠ-বাঁশসহ বিভিন্ন দেশীয় উপকরণ দিয়ে তৈরি করা। জাতীয় পতাকা আর বঙ্গবন্ধুর ছবিও স্থান পেয়েছে এতে।
কত দিন লেগেছে আর কত টাকা খরচ হয়েছে—এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর মুন্সী বলেন, ‘২৮ বছর আগেই ট্যাংক বানিয়েছি। এত দিন ধরে আমি এটাকে আগলে রেখেছি। টাকাপয়সা হিসাব করিনি। আসলে এটির তো কোনো দামই হয় না। আমার কাছে অমূল্য। কারণ, আমি বঙ্গবন্ধুকে ভালোবেসেই ট্যাংকটি বানিয়েছি। বঙ্গবন্ধু আমার আবেগ, ভালোবাসা। মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরতে চেষ্টা করেছি এখানে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি।’
কথার ফাঁকে জানা গেল, নির্দিষ্ট কোনো পেশা নেই জাহাঙ্গীরের। কখনো দিনমজুরি, কখনোবা রিকশা চালিয়ে জীবন ধারণ করছেন। নিজের চলার খরচ থেকে টাকা বাঁচিয়েই তিনি এটা বানিয়েছেন। শোভাযাত্রায় যোগ দিতে আগারগাঁও থেকে শাহবাগে আসেন শনিবার।