হোম > ছাপা সংস্করণ

পীরগঞ্জে ৮ বছর পর ছাত্রলীগের কমিটি

পীরগঞ্জ প্রতিনিধি

পীরগঞ্জে আট বছর পর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি এবং পৌর ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নবগঠিত কমিটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন।

গত বুধবার রাতে শাহ মো. আল মামুন কাওসার রতনকে সভাপতি এবং রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি ও সহসভাপতি পদে আট, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছয় এবং সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১ বছরের জন্য এই কমিটি দেওয়া হয়েছে।

এ ছাড়া পীরগঞ্জ পৌর ছাত্রলীগের জন্য মাহমুদুল হক সাগরকে সভাপতি এবং সাহেদ প্রধানকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য ১১ সদস্যের কমিটি করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন কাওসার বলেন, ‘দীর্ঘদিন পর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের পরিচয় পেলেন। ঝিমিয়ে পড়া ছাত্রলীগকে মজবুত ও চাঙা করতে এখন দলের জন্য নিবেদিত হতে হবে।’

রংপুর জেলা ছাত্রলীগ ২০১৪ সালে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার পর আর কমিটি গঠন করা হয়নি। বর্তমানে জেলা কমিটিও নেই। তাই বিধান অনুযায়ী কেন্দ্রীয় কমিটি উপজেলা কমিটির অনুমোদন দিয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ