জাজিরা উপজেলার বন অফিসের সামনে অবহেলায় নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার কাটা গাছ। এই গাছগুলো বিভিন্ন সময় সরকারি বিভিন্ন জায়গা থেকে কেটে এনে রাখা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, জাজিরা উপজেলার ভেতরে বন অফিসের সামনে অবহেলায়-অযত্নে রেখে দেওয়া হয়েছে কাটা গাছগুলো। যার ওপরের দিকের গাছগুলো ভালো থাকলেও নিচে থাকা গাছগুলোতে পচন ধরেছে। কিছু গাছ পচে মাটিতেও মিশে গেছে।
জাজিরা উপজেলা বন অফিসে গিয়ে উপজেলা ফরেস্টার বা অন্য কাউকেই পাওয়া যায়নি। অফিস ছিল তালাবদ্ধ। পরে উপজেলা ফরেস্টার এনামুল হক মুঠোফোনে বলেন, ‘আমি প্রায় ছয় মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ও নিলাম কমিটির সচিব হিসেবে উপজেলা প্রকৌশল অফিসে তালিকা দিয়েছি। কিন্তু তাঁরা এখনো কী কারণে নিলাম করেননি তা আমার জানা নেই।’
জাজিরা উপজেলা প্রকৌশলী ও নিলাম কমিটির সচিব ইমন মোল্লা বলেন, ‘এখানে নতুন দায়িত্বে এসেছি। এখনো সব কাজ সেরে উঠতে পারিনি।’ ইউএনও মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া বলেন, ‘উপজেলা ফরেস্টার আমাকে মৌখিকভাবে বিষয়টি জানালেও তিনি বর্তমানে প্রশিক্ষণে আছেন। তাই কাজটা শেষ করতে পারছি না।’