বাগেরহাটে বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের এ শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবপ্রসাদ পাল ও জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে চেয়ারম্যানেরা জেলা প্রশাসকের নিকট চুক্তিপত্র জমা দেন।
এদিন বাগেরহাটের ৯ উপজেলার ৭৫ ইউনিয়নের মধ্যে ৬৬ জন চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করেন। এর মধ্যে দিয়ে স্ব-স্ব এলাকার দায়িত্ব পালন করবেন তাঁরা। এ ছাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২ নভেম্বর ২ টি, ১১ নভেম্বর ৫টি ও ২০ নভেম্বর ১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে চেয়ারম্যানদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারের সকল কর্মকাণ্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে নব নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব পালন করতে হবে।’