হোম > ছাপা সংস্করণ

ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে উচ্ছেদচেষ্টার প্রতিবাদ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলার মালশিরা চৌবাড়িয়া গ্রামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখা। সংগঠনটির জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় এতে সভাপতিত্ব করেন।

মানববন্ধনে বক্তারা তানোরের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, নির্যাতন, বসতভিটা জবরদখল ও উচ্ছেদের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। ভুক্তভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার ও মালশিরা গ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরাপত্তার দাবিও জানান তাঁরা।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর মধ্যরাতে মালশিরা গ্রামের সাঁওতাল জাতিসত্তার দেবেন মুর্মুর বাড়িতে হামলা করা হয়। স্থানীয় হামিদুর রহমানের নেতৃত্বে ৩০-৪০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী এ হামলা চালায় বলে পরিবারটির অভিযোগ। এ পরিবারে হামলার সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যদের ঘরবাড়ি বাইরে থেকে তালা মেরে রাখা হয়। দীর্ঘদিন থেকেই হামিদুর রহমান দেবেন মুর্মুর বাড়ির জমি নিজের বলে দাবি করে আসছেন।

মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক গণেশ মার্ডি, জেলার সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতিভূষণ মাহাতো, রাজকুমার সাঁও, গোদাগাড়ী উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, আদিবাসী যুব পরিষদের জেলা সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, ভুক্তভোগী দেবেন মুর্মু প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ