হোম > ছাপা সংস্করণ

শুভর কণ্ঠে র‍্যাপ গান

আগেও গান গেয়েছেন শুভ। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’ ছবির ‘সহে না যাতনা’ গানে শোনা গেছে আরিফিন শুভর কণ্ঠ। ফুয়াদের সংগীত পরিচালনায় গত বছর গেয়েছিলেন ‘মনটা বোঝে না’। গানটি এখনো শুভর ইউটিউব চ্যানেলে আছে। যে কেউ চাইলে যেকোনো সময় শুনে ফেলতে পারেন গায়ক শুভকে।

তবে সোমবার রাতে অভিনেতা যে খবর দিলেন, সেটা গান সম্পর্কিত হলেও ব্যাপারটি শুভর জীবনে এই প্রথম ঘটছে। কী সেটা? এই প্রথম র‍্যাপ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘মিশন এক্সট্রিম’ ছবিতে থাকবে শুভর গাওয়া র‍্যাপ।

ছবিটি মুক্তি পাবে আগামী ৩ ডিসেম্বর। তাই প্রচারণার অংশ হিসেবে গানটি আগেই মুক্তি দেওয়া হবে। আরিফিন শুভ জানালেন, কয়েক দিনের মধ্যেই গানটি শুনতে পাবেন সবাই। এর সংগীত পরিচালনা করেছেন অদিত আর গানের কথা লিখেছেন হিপহপ শিল্পী ব্ল্যাক জ্যাং।

আরিফিন শুভ বলেন, ‘আমার জন্য এই অভিজ্ঞতা একেবারেই নতুন। র‍্যাপের ধরনটাই আলাদা। কেউ ভালো গাইলেই ভালো র‍্যাপ করবে, বিষয়টি এমন নয়। এ জন্য আমি পুরো ক্রেডিট দেব অদিতকে। পাঁচ-ছয় দিন ধরে এক-একটা লাইন করে ভয়েস নেওয়া হয়েছে। কারণ আমি তো আগে কখনো র‌্যাপ গান করিনি। তবে শেষ পর্যন্ত যা দাঁড়িয়েছে, শ্রোতাদের ভালো লাগবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ