ভারতের ত্রিপুরা রাজ্যেও নিজেদের আধিপত্য বিস্তারে সক্রিয় তৃণমূল। অনেক বাধা-বিপত্তি পার করে গতকাল রোববার দলীয় সভায় অংশ নেন তৃণমূল সাংসদ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি বিধায়ক আশিস দাস এবং পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
সরকারি অনুমতি না পাওয়ায় এর আগে তিন দফায় বাতিল হয় অভিষেকের সভা। পরে বিজেপি সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পর অল্পসংখ্যক সমর্থক নিয়েই সভা করতে বাধ্য হন অভিষেক।
ত্রিপুরার পৌর নির্বাচন ২৫ নভেম্বর এবং বিধানসভা ভোট ২০২৩ সালে। গতকালের সভায় বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, ‘আগে ছিল সিপিএমের হার্মাদ, এখন বসে আছে বিজেপির একটা উন্মাদ। ২০২৩ সালে তাকে করব বরবাদ।’
তবে তৃণমূলকে গুরুত্ব দিতে নারাজ ত্রিপুরা বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।