হোম > ছাপা সংস্করণ

যোগ্য ব্যক্তিদের ভোটে এজেন্ট করার আহ্বান

গঙ্গাচড়া প্রতিনিধি

গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অহেতুক ঝামেলা এড়াতে ভোটের ব্যাপার ভালো বোঝা ব্যক্তিদের এজেন্ট করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও বিশেষ আইনশৃঙ্খলা সভায় এই আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান। তিনি বলেন, ভোটের দিন যদি কোনো প্রার্থী কোনো প্রকার ঝামেলার সৃষ্টি করেন ও নির্বাচনী নীতিমালা না মানেন, তিনি যত বড় দলের নেতা হোক না কেন, প্রশাসন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

জেলা প্রশাসক প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘গঙ্গাচড়ার মানুষ অনেক ভালো। আপনারা যাঁরা প্রার্থী আছেন, এমন কিছু করবেন না যাতে ভোট গ্রহণে সমস্যা সৃষ্টি হয়। আপনারা ভোট গ্রহণের দিন কেন্দ্রে এমন লোকদের এজেন্ট দেবেন যিনি এসব ব্যাপারে ভালো বুঝেন। ভোট শেষে আপনাদের এজেন্ট ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে আপনাদের ভোটের হিসাব বুঝে নেবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলীমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আচরণবিধি উপস্থাপন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সোহাগ। এতে উপজেলার ৯ ইউপি নির্বাচনের চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মধুসূদন রায় ও আবু তৈয়ব মো. আরিফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা প্রমুখ।

এর আগে একই জায়গায় প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সব প্রিসাইডিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব বলেন, ‘নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে। এ জন্য প্রলোভন ও স্বজনপ্রীতি পরিহার করে সব প্রিসাইডিং কর্মকর্তাকে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তবেই আমরা গঙ্গাচড়া উপজেলাবাসীকে সর্বজন গ্রহণীয় ও সমাদৃত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপহার দিতে পারব। যার মাধ্যমে উপজেলাবাসীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে।’

সভায় জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী জানান, নির্বাচনকে সহিংসতামুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন থাকবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ