গফরগাঁওয়ে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বাদল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইন উদ্দিন খান মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান, মতিউর রহমান বাবুল, নাজমুল হক ঢালী, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব প্রমুখ।
বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ মসজিদ, মন্দির, গির্জায় প্রার্থনা ও হাসপাতালে উন্নত খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।