বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় হাকিমপুর উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
হিলি বাজারে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহিদ ইকবাল প্রমুখ। এ সময় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানান।