হোম > ছাপা সংস্করণ

কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে: বাহার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, ‘সব ক্ষেত্রে এগিয়ে আছে কুমিল্লা। কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে। আমরা সব চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাব।’ গতকাল শুক্রবার নগরীর বারপাড়ায় রোকেয়া স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার আরও বলেন, ‘করোনা মহামারি, ডেঙ্গুসহ সব বিপর্যয়ে কুমিল্লা দ্রুত সাড়া দিয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি ব্যবস্থাপনার আগেই আমরা আইসিইউর শয্যা স্থাপন করেছি। তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউর ১০টি শয্যা ছিল আর কুমিল্লায় ছিল ১৯টি শয্যা। এখন আছে ৩০টি শয্যা।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। রোকেয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান বেগম রোকেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবু ফয়েজ খান চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিটের সভাপতি মো. কাইমুল হক রিংকু, স্বাচিব কুমিল্লার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, ৬ নম্বর জগন্নাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, ক্লিনিং আর্নাস অ্যাসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক রইস আবদুর রব প্রমুখ।

বৃহত্তর কুমিল্লা নিয়ে বিভাগ প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার জানিয়েছেন, কুমিল্লা নামে বিভাগ হবে না। স্থানীয় সাংসদসহ অধিকাংশই কুমিল্লা নামে বিভাগ দাবি করছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ