আজ পর্দা নামছে ১৫ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের। সমাপনী দিনে প্রদর্শিত হবে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সিনেমা ‘নোনা জলের কাব্য’। বিকেল ৪টায় ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি।
একই দিনে বেলা ১টায় ‘নোনা জলের কাব্য’ দেখা যাবে দীপ্ত টিভিতে। এতে অভিনয় করেছেন তিতাস জিয়া, তাসনুভা তামান্না, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারি, আমিনুর রহমান মুকুল, রোজি সিদ্দিকী প্রমুখ।