হোম > ছাপা সংস্করণ

পার্নোকে ছাড়াই ‘বিলডাকিনি’র শুটিংয়ে মোশাররফ করিম

নওগাঁর পতিসর। আত্রাই উপজেলার এই মনোরম লোকেশনে আজ থেকে নতুন ছবির শুটিং শুরু করছেন মোশাররফ করিম। ছবির নাম ‘বিলডাকিনি’। এতে মোশাররফ করিমের সঙ্গী হবেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।

এক সপ্তাহ আগে পতিসরের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে ছবিটির শুটিং। কথা ছিল, মোশাররফ করিম ও পার্নো মিত্র ৭ জানুয়ারি সেটে উপস্থিত হবেন। একই দিনে তাঁরা শুটিং শুরু করবেন। কিন্তু কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন পার্নো। অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে যায় তাঁর বাংলাদেশ সফর। ফলে বিপাকে পড়ে ‘বিলডাকিনি’ টিম। নতুন করে শিডিউল সাজাতে হয়। নতুন শিডিউল অনুযায়ী পার্নোকে রেখেই আজ থেকে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন মোশাররফ।

মোশাররফ করিম জানিয়েছেন, ‘বিলডাকিনি’ ছবিতে একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি আঁধারকবলিত এক জনপদের গল্প। এক নারী যৌন নির্যাতনের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়েন। সেই ঘটনাকে কেন্দ্র করেই সমাজে ঘটতে থাকে আরও অনেক ঘটনা। শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণের গল্পও এটি।

‘বিলডাকিনি’ সরকারি অনুদানের ছবি। কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন।

শুটিংয়ের ফাঁকে নির্মাতা তুহিন জানান, মোশাররফ করিমসহ অন্যান্য অভিনয়শিল্পীর শুটিং এগিয়ে নেওয়া হচ্ছে। পার্নো এলে বাকি দৃশ্যগুলো ধারণ শুরু হবে।

দুই দিন আগে করোনামুক্ত হয়েছেন পার্নো। এবার কয়েক দিন বিশ্রাম নিয়ে নওগাঁয় ‘বিলডাকিনি’র সেটে যোগ দেবেন তিনি, জানিয়েছেন নির্মাতা। তুহিন বলেন, ‘বাংলাদেশে পার্নোর শুটিংয়ের ব্যাপারে সরকারিভাবে অনুমতি নেওয়া আছে। আমাদের শুটিং চলাকালেই যেকোনো দিন তিনি যোগ দেবেন। তবে তাঁর আসার তারিখ এখনো ঠিক হয়নি।’

ইদানীং টিভি নাটকের চেয়ে চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে বেশি সময় দিচ্ছেন মোশাররফ। সর্বশেষ গত বছর অভিনয় করেছেন ইফতেখার চৌধুরীর ‘ড্রাইভার’ ওয়েব ফিল্মে। হাতে আছে আরও কয়েকটি ছবির কাজ। ‘বিলডাকিনি’ দিয়েই এ বছর চলচ্চিত্রের শুটিং শুরু করলেন মোশাররফ করিম।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ