রাজধানীর নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে গ্রেপ্তার এবং বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর বিএনপি। গতকাল মঙ্গলবার সকালে মহানগরীর রাজবাড়ী এলাকার দলীয় কার্যালয় এ বিক্ষোভ সমাবেশে করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সরকার, আহাম্মদ আলী রুশদী, জয়নাল আবেদীন তালুকদার ও বিএনপির কার্যনির্বাহী সদস্য ডা. মাজাহারুল ইসলাম প্রমুখ।
সালাউদ্দিন সরকার বলেন, ‘আজকের এই বিক্ষোভ সমাবেশ কেন, আপনারা তা জানেন। বিএনপি নেতা মকবুল হোসেনসহ আরও নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আমরা যখন মাঠে নামব, তখন আপনাদের বলেই নামব। আমাদের কর্মসূচি খুব দ্রুতই আসবে।’
সালাউদ্দিন বলেন, ‘ঢাকার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীরা, অথচ মামলা দিলেন আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আমরা চাই প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় আমরা ঈদের পরেই আন্দোলনের ডাক দেব।’