প্রতিদিনের মতো গতকাল শুক্রবার সকালে ভাড়ায় মোটরসাইকেল চালাচ্ছিলেন মো. রফিকুল ইসলাম। এ সময় শান্তিরহাট-নারায়ণহাট প্রধান সড়কে একটি কাপড়ের ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। ব্যাগটি নিয়ে তিনি বাসায় যান। ব্যাগ খুলে দেখতে পান তাতে ২ লাখ ৪০ হাজার টাকা।
এর মধ্যে সড়কে টাকা হারানোর মাইকিং শোনেন। মাইকিং শুনে তিনি সেখানে যান। টাকার প্রকৃত মালিককে খবর দেন। যাচাই-বাছাই করে পরে স্থানীয় চেয়ারম্যান মো. জানে আলমের মাধ্যমে টাকা হস্তান্তর করেন।
হারানো টাকা ফেরত পেয়ে চট্টগ্রামের ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের ইসলামপুরের বাসিন্দা মো. সোহেল রানা খুবই খুশি। রফিকুল ইসলাম দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
মো. সোহেল রানা বলেন, ‘দীর্ঘদিনের জমানো টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিলাম দালান ঘরের কিছু আসবাবপত্র কিনব বলে। কিন্তু বাড়িতে পৌঁছার পর টাকার ব্যাগটি আর খুঁজে পাচ্ছিলাম না। পরে মো. রফিকুল ইসলামের মাধ্যমে টাকাগুলো পেয়েছি।’ সোহেল রানা বলছিলেন, এই যুগে এখনো ভালো মানুষ আছে।
মো. রফিকুল ইসলাম বলেন, সড়কে তিনি একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। সেটি নিয়ে পরে তিনি বাসায় যান। বাসায় গিয়ে সড়কে টাকা হারানোর মাইকিং শোনেন। মাইকিং শুনে তিনি সেখানে যান। টাকার প্রকৃত মালিককে খবর দেন। যাচাই-বাছাই করে পরে স্থানীয় চেয়ারম্যান মো. জানে আলমের মাধ্যমে টাকাগুলো হস্তান্তর করেন।
দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জানে আলম বলেন, ‘যিনি টাকা ফিরিয়ে দিয়েছেন, তিনি ভালো মানুষ। কোনো কিছুর বিনিময় ছাড়াই টাকাগুলো তিনি মালিককে ফিরিয়ে দিয়েছেন।’