ফেনীর ফুলগাজীতে ৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) নতুন নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান তাঁদের শপথ পাঠ করান।
নতুন নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন ফুলগাজী সদর ইউপি মো. সেলিম, মুন্সীর হাটের নরুল আমিন, দরবার পুরের নিজাম উদ্দিন মজুমদার, আনন্দ পুরের মো. হারুন মজুমদার, আমজাদ হাটের মীর হোসেন মীরু ও জি এম হাট ইউপির চেয়ারম্যান সৈয়দ জাকির হোসেন রতন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মঞ্জুরুল ইসলাম, ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম প্রমুখ।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, জনপ্রতিনিধি হিসেবে আপনারা সরকারের একটি অংশ। সরকারের নির্দেশনাগুলো মানতে হবে।