হোম > ছাপা সংস্করণ

এক মাসে ২৭২ নারী ও কন্যাশিশু নির্যাতিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২২ সালের জানুয়ারি মাসে ২৭২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার একটি রিপোর্ট প্রকাশ করেছে। এতে ১০৬ কন্যাশিশু এবং ১৬৬ নারীকে নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে।

গত জানুয়ারিতে প্রকাশিত মহিলা পরিষদের একটি রিপোর্ট অনুযায়ী, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বরে ৩ হাজার ৭০৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন সবচেয়ে বেশি ১ হাজার ২৩৫ জন। গত বছরের জানুয়ারিতে বিভিন্ন কারণে ৪১ জন নারী ও কন্যাশিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আর এ বছর জানুয়ারি মাসের রিপোর্ট অনুযায়ী এই সংখ্যাটি দাঁড়িয়েছে ৪৪ জনে, যার মধ্যে কন্যাশিশু ৫ জন।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, গত মাসে ৫ জন কন্যাশিশুসহ ১০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ছাড়া ৬ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, একজন কন্যাশিশু ধর্ষণের পর হত্যা ও দুজন কন্যাশিশু ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। একজন কন্যাশিশুসহ তিনজন শ্লীলতাহানির শিকার হয়েছে। নিপীড়নের শিকার হয়েছে তিনজন কন্যাশিশুসহ ৫ জন।

এ বছর জানুয়ারিতে অ্যাসিডদগ্ধ হয়েছে দুজন। গত বছর ৩২ কন্যাশিশুসহ ৪৬ জনকে উত্ত্যক্ত করার তথ্য মিলেছে। এ বছর জানুয়ারিতেই ১২ জন কন্যাশিশুসহ ১৬ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। ৬ কন্যাশিশুসহ অপহরণের শিকার হয়েছে ১০ জন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৮ জন। যেখানে একজন কন্যাশিশুসহ ১২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৪ কন্যাশিশুসহ ১৩ জন। একজন কন্যাশিশুসহ ৪ জন আত্মহত্যা করেছে। ৪ জন কন্যাশিশুসহ ৬ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহসংক্রান্ত ঘটনা ঘটেছে ৪টি। এ ছাড়া অন্যরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ