আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারার বন্দর শাহাদাতনগর থেকে সিনেমা প্যালেস পর্যন্ত এস আলমের বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী, সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম।
এস আলম সার্ভিসের অপারেশন ম্যানেজার আবিদ হোসেন সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার, বৈরাগ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমানসহ অন্যান্য নেতারা।