চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাতনামা পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুজানগর দরগা টিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, সকাল ১০টার দিকে ওই এলাকায় স্থানীয় কয়েক ব্যক্তি জ্বালানি কাঠ সংগ্রহের সময় লুঙ্গি পরা ওই ব্যক্তির লাশ দেখতে পান। তাঁরা বিষয়টি পুলিশকে জানালে উপপরিদর্শক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।